Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিপ্রবিতে ইন্টারনেট সংযোগে বিভ্রাট

পবিপ্রবি করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৫:২৪

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার বিষয়ে ইন্টারনেটের প্রয়োজন হলেও সংযোগ বিভ্রাটে তারা সেটি পারছেন না। এতে তাদের পড়াশোনাসহ অন্যান্য বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ইন্টারনেট সমস্যা দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

কৃষি অনুষদের ছাত্র খালিদ হাসান মিলু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই আর্থিক ভাবে অস্বচ্ছল, তাদের পক্ষে ফোনে ডাটা কিনে ইন্টারনেট চালানো সম্ভব নয়। ফলে প্রায়ই একাডেমিক বিষয়ে ইন্টারনেটের প্রয়োজন হলেও সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমি এম কেরামত আলী হলে নেটের অবস্থা সরেজমিনে দেখে এসেছি। মূলত আমাদের সার্ভিস প্রভাইডার বিটিসিএলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই ইন্টারনেটের এই সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।’

সারাবাংলা/এমও