১৫ ও ১৬ মার্চ বন্ধ থাকবে ই-পাসপোর্ট সেবা
১৪ মার্চ ২০২২ ১৯:৩৬ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ২১:৩৮
ঢাকা: আগামী ১৫ (মঙ্গলবার) ও ১৬ মার্চ (বুধবার) সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীনে ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট করার কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
অধিদফতর থেকে জানা যায়, ১৫ ও ১৬ মার্চ যে আবেদনকারীরা ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদের ২০ মার্চের পর যেকোনো দিন অধিদফতরে গেলেই আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবেন। এমনকি যাদের ডেলিভারির তারিখও দেওয়া আছে এই তারিখে, তাদেরও পরবর্তী কোনো তারিখে যোগাযোগ করতে বলা হয়েছে।
অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদফতর।
সারাবাংলা/ইউজে/এমও