আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি নেত্রকোনায়
১০ মার্চ ২০২২ ১০:২৪ | আপডেট: ১০ মার্চ ২০২২ ১২:৪৫
নেত্রকোনা: সরকারি গুদামে আমন ধান সংগ্রহের অভিযানে লক্ষ্যমাত্রার এক শতাংশও পূরণ হয়নি। গত বছরের ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া আমন সংগ্রহ অভিযান শেষ হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। তবে সাড়ে তিন মাসে লক্ষ্যমাত্রার এক শতাংশ ধানও সংগ্রহ করতে পারেনি জেলার খাদ্যগুদাম কর্তৃপক্ষ। নেত্রকোনার খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা এ তথ্য জানান।
কৃষকরা জানান, অ্যাপে নিবন্ধন, লটারি সংক্রান্ত ঝামেলা ছাড়াও গুদামে ধান দিতে খরচসহ নানা ঝামেলা পোহাতে হয়। তাই গুদামে ধান দিতে আগ্রহ হারিয়েছেন তারা।
জেলার কৃষি বিভাগ ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার ১০ উপজেলার ১৩ গুদামে সাত হাজার ১২৫ মেট্রিক টন আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া ২৪ হাজার ৫১৬ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের কথা ছিল। এ সময় পর্যন্ত মাত্র ১৫ দশমিক ৩৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করেছে জেলা খাদ্য বিভাগ। ওই হিসেবে লক্ষ্যমাত্রার এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় আমন মৌসুমে এক লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমিতে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন আমন উৎপাদন হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গুদামে ধান দিতে প্রথমে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়, যা অধিকাংশ কৃষকই পারে না। নিবন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লটারি হয়। লটারিতে নির্বাচিতরাই মূলত গুদামে ধান দিতে পারেন। আবার গুদামে ধান দিতে হলে সঠিক আর্দ্রতা, পরিবহন খরচসহ গুণগত মান যাচাইয়ের জটিলতায় পড়তে হয়। ফলে গুদামে ধান দিতে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এছাড়া সরকারি মূল্য আর বাজার মূল্য প্রায় কাছাকাছি হওয়ায় কৃষক গুদামে ধান দিতে অনেকেই অনাগ্রহী।
বারহাট্টা উপজেলার চরপাড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক তালুকদার বলেন, ‘সরকারি গুদামে ধান দিতে গেলে নানা ঝামেলা। এছাড়া বাজারের প্রায় সমান দাম পাচ্ছি। তাই গুদামে দেওয়া হয়নি।’
আটপাড়া উপজেলার পোখলগাঁও গ্রামের কৃষক হোসেন বলেন, ‘নিবন্ধন ও লটারির ঝামেলা ছাড়াও গুদামে ধান দিতে অনেক খরচ পড়ে। আবার এক টন ধান গুদামে দিতে শ্রমিকদের ৫০০ টাকা করে দিতে হয়। তবে সরকার যদি ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়ের কেন্দ্র স্থাপন করে তাহলে কৃষক লাভবান হবে।’
জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা বলেন, বাজার মূল্য ও গুদামের ধানের দাম প্রায় সমান। কিছু কিছু বাজারে গুদামের চেয়ে বেশি দাম পাচ্ছেন কৃষক। এ কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
সারাবাংলা/এনএস