‘টেকসই উন্নয়নের চাবিকাঠি জেন্ডার সমতা’
৯ মার্চ ২০২২ ২২:১১ | আপডেট: ১০ মার্চ ২০২২ ০০:০৮
সিলেট: পেশাজীবী নারীদের নিয়ে সিলেটে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে পেশাজীবী নারীরা বলেন, নারীদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। সুষম উন্নয়নের জন্য কেবল নারী নয়, সব ধরনের লৈঙ্গিক পরিচয়ের মানুষের সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জেন্ডার সমতাই হতে পারে টেকসই উন্নয়নের চাবিকাঠি।
বুধবার (৯ মার্চ) বিকেলে সিলেট ইন্টারন্যাশনায় ইউনিভার্সিটির আমেরিকান কর্নারে এ মিলনমেলার আয়োজন করা হয়। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. যায়েদা শারমীন। তিনি বলেন, নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখনো প্রতিবন্ধকতা রয়েছে। নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। এখনো নারীরা নির্যাতিত হচ্ছে।
ড. যায়েদা বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে নারীরা সমানতালে ভূমিকা রাখলেও মূল্যায়ন পাচ্ছেন না। এজন্য নারীদের অধিকার, মূল্যায়ন সবকিছু প্রতিযোগিতার মাধ্যমে আদায় করে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় সরকারের তরফ থেকে আলাদা সেল গঠন করা হয়েছে। নারীরা যেন নির্যাতিত, অবহেলিত না হয়, সেটি নিশ্চিত করতে সরকারের তরফ থেকে ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলাফলও আমরা পাচ্ছি। সরকারের পাশাপাশি সামাজিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে সব মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, টেকসই উন্নয়নের একমাত্র চাবিকাঠি হচ্ছে জেন্ডার সমতা। এখনো নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব জায়গায় ঘাটতি আছে, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার, সিলেট ইন্টন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, ব্রাক ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিগাত জাহান চৌধুরী, দৈনিক উত্তরপূর্বের যুগ্ম সম্পাদক মনিকা ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক ও সারাবাংলার করেসপন্ডেন্ট বিলকিস আক্তার সুমি, আনন্দ নিকেতনের শিক্ষিকা সাজনারা বেগম ও চলচ্চিত্র নির্মাতা রিফাত আরা অবন্তী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জের নারী উদ্যেক্তা তামান্ন আক্তার তমন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি লুবনা ইয়াসমীন, পরিচালক তাসমিন আক্তার, পরিচালক নাসরিন বেগম, পরিচালক বিউটি বর্মন ও উই’র সুলতানা পারভীন।
সারাবাংলা/টিআর
জেন্ডার সমতা টেকসই উন্নয়ন নারী দিবস নারী দিবসের আলোচনা সিলেট উইমেন চেম্বার