Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৬ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৫:২৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মণ জাটকা জব্দ করেছে মৎস্য অধিদফতর ও নৌ-পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে মাওয়া মৎস্য আড়ৎ থেকে এ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরীবদের মাঝে বণ্টন করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলামের সহযোগিতায় প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৫টার দিকে মাওয়া মৎস্য অভিযান চালানো হয়। ১ ঘণ্টা অভিযান চালানোর পরে প্রায় ৬৪০ কেজি জাটকা জব্দ করি।

পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কমকর্তা।

সারাবাংলা/এমও

জাটকা জাটকা জব্দ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর