Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চলতি মাসেই ফাইভ-জি’র নিলাম’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৯:৪৭

ঢাকা: চলতি মাসেই দেশে পঞ্চম প্রজন্মের মুঠোফোন সেবা ফাইভ-জি প্রযুক্তির তরঙ্গ বরাদ্দের নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইভ-জি’র নিলামে দেশের মোবাইল ফোন অপারেটরা অংশ নেবে।

শনিবার (৫ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তিতে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলছে। এ মাসেই আমরা ফাইভ-জি প্রযুক্তির নিলাম করব।’

প্রসঙ্গত, দেশে পরীক্ষামূলকভাবে এরইমধ্যে ফাইভ-জি চালু হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় ফাইভ-জি সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে মোস্তফা জব্বার বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তনের বিপ্লব আসছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল যন্ত্র নিশ্চিত করা অপরিহার্য বিষয়। ইতোমধ্যে মিশ্র শিক্ষার ওপর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং এ বিষয়ে কয়েকটি বৈঠকও হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘মিশ্র শিক্ষা স্থায়ী নয়, এটি প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে যুগোপযোগী শিক্ষার উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের বস্তুত ডিজিটাল শিক্ষা ব্যবস্থাই প্রর্বতন করতে হবে। বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় কানেক্টিভিটি, কনটেন্ট এবং শিক্ষকদের প্রশিক্ষণ পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।’

বিজ্ঞাপন

বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই‘র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বক্তব্য দেন। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ নিলাম ফাইভ-জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর