Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের পাশের ঘর থেকে বৃদ্ধ খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৭:১০

পঞ্চগড়: পঞ্চগড়ে লোকমান উদ্দীন (৮০) নামের এক বৃদ্ধ খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তেঁতুলিয়া উপজেয়ার মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ মার্চ) দুপুরে উপজেলা রণচন্ডি বাজার জামে মসজিদের পাশে একটি ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত লোকমান উদ্দীন পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও কিসমত শুখান পুকুরি এলাকার বাসিন্দা। তিনি রণচন্ডি বাজার মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় এলাকার লোকজন মসজিদের পাশের কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখে প্রথমে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিঞা বলেন, ‘লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো