নাটোরে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা
৪ মার্চ ২০২২ ১৫:৩৩
নাটোর: লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর-রায়পুরে হাত ও পায়ের রগ কেটে জুয়েল নামের এক যুবককে হত্যা করেছে দুবৃর্ত্তরা। জুয়েল ওই গ্রামের ছাকেন আলীর ছেলে।
শুক্রবার (৪ মার্চ) ভোরের কোনো একসময় বাড়ির পেছনের মাঠে হাত-পায়ের রগ কেটে জুয়েলকে কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। পরে সকালে চাচাতো ভাই লিখন খেজুরের রস নামাতে গিয়ে গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ছাকেন আলী বলেন, ‘প্রতিবেশী রাজ্জাক ও তার ছেলে শরিফুলের সঙ্গে জমি নিয়ে মামলা চলমান আছে, কিছুদিন পূর্বে আমরা ডিক্রি পেয়েছি। এই মামলার জেরে আমার ছেলে খুন হয়েছে বলে আমাদের ধারণা। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।
সারাবাংলা/এমও