Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৭:১৪

ঢাকা: দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২২। ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০৪১ সামনে রেখে চলতি বছরের মে মাসে এই এক্সপো অনুষ্ঠিত হবে।

বুধবার (২ মার্চ) রাজধানীর গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং ‘ডিজিটাইকুন’র এ জন্য একটি সমঝোতা সই হয়েছে। প্রতিষ্ঠান দুটি এই মেগা ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

আকর্ষণীয় এই এক্সপোতে অংশগ্রহণ করতে যাচ্ছে দেশের সব ফিনটেক কোম্পানিসহ ব্যাংক, লিজিং, ফিন্যান্স, ইন্সুরেন্স, সফটওয়্যার, কন্ট্যাক্ট সেন্টার ও আউটসোর্স কোম্পানি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বাক্কোর সভাপতি ওহায়িদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং ডিজিটাইকুনের পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেনট ডিরেক্টর নাবিলা করিম ও মার্কেটিং ডিরেক্টর তানভীর আহমেদ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহিম, ইরা ইনফোটেকের এমডি এবং সিইও মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইউওয়াই সিস্টেম এর সিইও এবং চেয়ারপারসন ফারহানা এ রহমান, এবং ক্রিয়েটিভ ডিরেক্টর, এনভেলাপ আবদুর রব পাপপু। দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সইয়ের মাধ্যমে মেগা ইভেন্টটির কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বাক্কো ব্যাঙ্কিং সার্ভিস এক্সপো

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর