রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্ত শুরু
৩ মার্চ ২০২২ ১৭:০৮ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৮:১১
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এমন অভিযোগ করেছে ৩৯ দেশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে আইসিসি’র তদন্তকারীরা ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা শুরু করেছে।
এ ব্যাপারে আইসিসি’র চিফ প্রসিকিউটর করিম খান বিবিসিকে বলেন, এই তদন্তে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগগুলো যাচাই করা হবে।
এমনকি, ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া হামলার প্রেক্ষাপটও বিবেচনায় আনা হতে পারে, জানান আইসিসি’র ওই শীর্ষ কর্মকর্তা।
এদিকে, রাশিয়া কিংবা ইউক্রেন কেউই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হলেও; এই অভিযোগের ভিত্তিতে অপরাধ আদালতের রায় মেনে নেবে কিয়েভ।
অন্যদিকে চিফ প্রসিকিউটর করিম খান বলেন, মামলার রায় যাই হোক না কেন যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত হওয়াটা জরুরি।
সারাবাংলা/একেএম
আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি) ইউক্রেন যুদ্ধ রাশিয়া রাশিয়ার যুদ্ধাপরাধ