Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৬:২৯ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বেসরকারি একটি মাদক নিরাময় কেন্দ্রে জুয়ার আসর থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওই কেন্দ্রের পরিচালকও আছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ মার্চ) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কলোনির ২৭ নম্বর প্লটের একটি ভবনে ‘নীল মাদকাসক্তি নিরাময় ও চিকিৎসা কেন্দ্রে’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার চারজন হলেন- কেন্দ্রের পরিচালক ইমরান হোসেন মিলন (৩৭), লুৎফর রহমান (৪৯), মোহাম্মদ রাশেদ (৪৩) ও মোবারক হোসেন (৩৮)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মিলন নিয়মিত সহযোগীদের নিয়ে কেন্দ্রের ভেতরে জুয়ার আসর বসাতেন। তার ধারণা ছিল, মাদক নিরাময় কেন্দ্র হওয়ায় সেখানে পুলিশ যাবে না। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে জুয়া খেলার সময়ই চারজনকে গ্রেফতার করেছি। জুয়া খেলার তাস ও সাড়ে নয় হাজার টাকা জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি কামরুজ্জামান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

জুয়ার আসর মাদক নিরাময় কেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর