Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

ঢাবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৭:৪৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক পতাকা দিবস পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনসংলগ্ন বটতলায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।

‘পতাকা উত্তোলন দিবস উদযাপন ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) শিক্ষার্থীরা লাল সবুজের পতাকা বানিয়েছিল। এটিই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটি আমাদের ‌অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়।’

বিজ্ঞাপন

ঢাবি উপাচার্য বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পতাকা নামিয়ে তার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। পরবর্তী সময়ে সেটিই আমাদের স্বাধীনতার মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকার চেয়ে স্বতন্ত্র উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ থেকে শুরু করে চুড়ান্ত বিজয় পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় কাজ করেছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। সেকারণেই এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকার চেয়ে স্বতন্ত্র। এ বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। একটি জাতির রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমি প্রয়োজন- সেটার প্রথম এবং প্রধান যোগানদাতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালযয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসু ভিপি ও ছাত্রলীগ নেতা আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা উত্তোলন করেন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢা‌বি পতাকা উত্তোলন দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর