Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৪:৪৮

রাজবাড়ী: জেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে বিউটি আক্তার বৃষ্টি (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২ মার্চ) ভোররাতে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় বৃষ্টিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বৃষ্টির শাশুড়ি জেসমিন বেগম জানান, তার বড় ছেলে পান্না মিয়া সৌদি আরবে থাকেন এবং ছোট ছেলে মুন্না মিয়া ঢাকায় থাকেন। আর দুই ছেলের স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান নিয়ে বাড়িতে থাকেন তিনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে তারা তিনজন রাতের খাবার খেয়ে চারচালা টিনের ঘরের আলাদা আলাদা রুমে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তার বড় ছেলে পান্নার স্ত্রী বৃষ্টির চিৎকারে তার ও ছোট ছেলের স্ত্রী আছিয়ার ঘুম ভাঙে। তারা দু’জন দৌঁড়ে বৃষ্টির রুমে গিয়ে দেখেন তিনি খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার (বৃষ্টির) গলায় ও হাতে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘরের দুই পাশে সিঁধ কেটে ঘরে ঢুকে এই ঘটনা ঘটানো হয়েছে। যে দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে বৃষ্টি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়েছে। ঘরের দরজার ছিটকিনির সঙ্গে দুর্বৃত্তের হাতের রক্ত লেগে রয়েছে।

জেসমিন বেগম বলেন, ‘এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়। কারণ চুরি করতে এলে চোরের ঘুমন্ত মানুষের শরীরে আঘাত করার কথা নয়। আর তাদের ঘর থেকে কোনো কিছু খোয়াও যায়নি। পূর্ব শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’ এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনএস

গলাকেটে হত্যা রাজবাড়ী

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর