সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা
২ মার্চ ২০২২ ০০:২৭ | আপডেট: ২ মার্চ ২০২২ ০০:৩১
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে (দু’টি পদ) আশরারুল হক ও মনির হোসেন, কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন, সহসম্পাদক পদে (দু’টি পদ) মাহফুজ বিন ইউসুফ ও মো. মাহবুবুর রহমান খান এবং কার্যকরী পরিষদের সদস্য পদে মঞ্জুরুল আলম সুজন, গোলাম আক্তার জাকির, মোস্তফা কামাল বাচ্চু, মাহদিন চৌধুরী, ফাতেমা আক্তার, আনোয়ার ইসলাম বাঁধন ও ফয়সাল দস্তগীর।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচনের ভোট নেওয়া হবে।
সারাবাংলা/কেআইএফ/টিআর