Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জের গলাকেটে অন্তঃসত্ত্বাসহ ৩ জনকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ২০:৪২

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলা শহরের শহরের ডালইপট্টি এলাকা এবং ফতুল্লায় পৃথক পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বাসহ ৩ জনকে ছুরিকাঘাতে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ দুই ঘটনায় দুইজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর থেকে বিকেল সাড়ে চার মধ্যে এই দুই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার ফতুল্লায় শান্তিনগর এলাকায় সেলিম মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে রাবেয়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারী ভোলা জেলার তাল্লুককান্দা গ্রামের তোফাজ্জল সিকদারের মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রাবেয়া এলাকায় লোকজনের কাছে সুধে টাকা দিতেন। বিভিন্ন জনের সঙ্গে মোবাইলে কথা বলায় স্বামীর সঙ্গে বিবাদ হয়। কারণে দেড় মাস আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চার পুত্র সন্তানকে বাসায় রেখে চলে যান তিনি। গতকাল রাতে অপুকে বাসায় আসতে দেখেছে অনেকে। সকালে তার স্ত্রীর জবাই করা লাশ ঘরের ভিতর পাওয়া যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শহরের ডালইপট্টি এলাকায় মা ও মেয়েকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহতরা রুমা চক্রবর্তী ও তার মেয়ে ঋতু চক্রবর্তী। এ ঘটনায় জুবায়ের নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, হত্যার সঙ্গে জড়িত জুবায়েরকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি ও বটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যা কথা স্বীকার করে। এ ঘটনায় আরও কেউ জরিত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

নিহতদের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন আমির খসরু।

সারাবাংলা/এনএস

গলাকেটে হত্যা নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর