Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৬:১৯ | আপডেট: ১ মার্চ ২০২২ ২০:৪১

বরিশাল: বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, জরুরি বিভাগের গেটের পাশের ড্রেনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নবজাতকের মাথায ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ধারণা করা হচ্ছে, সোমবার রাতেই নবজাতকটিকে ফেলে দেওয়া হয়েছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি।

সারাবাংলা/টিআর

নবজাতক নবজাতকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর