Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে যত লুটেরা রয়েছে তারা আওয়ামী লীগের সিন্ডিকেট’

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৯

সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই দেশের যত লুটেরা রয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের একটি সিন্ডিকেট। ঠিক সেই ভাবে নিত্যপণ্য যারা নিয়ন্ত্রণ করে তারাও আওয়ামী লীগের সিন্ডিকেট। ওই সিন্ডিকেট জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। অথচ সরকার কিছু করতে পারছে না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় খন্দকার মোশাররফ অবিলম্বে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনার দাবি জানান। না হলে সরকারকে পদত্যাগের পরামর্শ দেন তিনি।

সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগের সিন্ডিকেট ড. খন্দকার মোশাররফ লুটেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর