Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৪

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) সমর্থিতরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে তারা জয়লাভ করেছেন। পক্ষান্তরে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমম্বয় পরিষদ প্যানেল জয় পেয়েছে সহ-সাধারণ সম্পাদকসহ মাত্র দু’টি পদে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিজুল্লাহ জানান, রোববার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখানে মোট ৫৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৭৯ জন। রাতভর ভোট গণনা শেষে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ১৩টি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাধারণ সম্পাদক পদে এএফএম নুরতাজ আলম বাহার, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম,পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট ফারুক মোল্লা, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আকরাম আজম, সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক অ্যাডভোকেট শাহানাজ পারভীন, হিসাব নিরীক্ষক (১) সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নিরীক্ষক সম্পাদক (২) অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন- অ্যাডভোকেট জুয়েলুর রহমান জুয়েল, অ্যাডভোকেট মো. সোহেল রানা, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ইমরান আরেফিন সানী।

নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমম্বয় পরিষদ প্যানেল জয় পেয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল্লাহ ও সদস্য পদে অ্যাডভোকেট রানা আহমেদ শান্ত।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মো. আজিজুল্লাহ, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মতিউর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নিরঙ্কুশ জয় বিএনপি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি