Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ প্রত্যাখান করবে: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৪

গফরগাঁও থেকে: জনগণ আগামী নির্বাচনেও বিএনপিকে প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি বলেছেন, আগামী নির্বাচনেও জনগণ আগুন সন্ত্রাস, বিএনপি ও রাজাকারদের প্রত্যাখ্যান করবে। সেজন্য আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। সুদৃঢ় ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর মাঠে আওয়ামী লীগের গফরগাঁও উপজেলার শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন সংঘাতে পরিণত না হয়। যে নতুন নেতৃত্ব আসবে তাতে শতকরা ৩০ ভাগ নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সংগঠন হিসেবে বড় হচ্ছে। অনেক সুযোগ সন্ধানী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জঙ্গী, খোলস পালটে দলে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। দলে কোনো রাজাকার ও যুদ্ধাপরাধীদের পরিবারের কাউকে স্থান দেওয়া যাবেনা। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

দীপু মনি আরও বলেন, ‘২৫ বছর পর গফরগাঁও আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ সাধারণত দেখা যায় না। আওয়ামী লীগের ঘাঁটিখ্যাত গফরগাঁওয়ে এসে আমি অভিভূত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ‘আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে দেশে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামী প্রজন্মের কাছে উন্নত সমৃদ্ধ সাজানো দেশ উপহার দিতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা বলেন, ‘গফরগাঁওয়ের এই সম্মেলনের মতো এত আনন্দ ও উচ্ছ্বাস কোথাও দেখা যায় না। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গফরগাঁও আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রেখেছে। ময়মনসিংহে কোনো সম্মেলন হলে গফরগাঁও থেকে নেতাকর্মীরা না গেলে সম্মেলন শুরু হয় না। ঢাকার কোনো জাতীয় অনুষ্ঠানেও গফরগাঁওয়ের নেতা কর্মীদের উপস্থিতিতে সবচেয়ে বেশি হয়ে থাকে। এই সম্মেলনও বলে দিচ্ছে গফরগাঁও আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ২৫ বছর পর সম্মেলন, গফরগাঁও আ.লীগে উৎসবের আমেজ

গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘স্বাধীনতার পর থেকে গফরগাঁওয়ে নৌকা ও আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো দিন পাস করেনি। আগামীতেও এই আসনে আওয়ামী লীগ পাস করবে। আমরা গফরগাঁওবাসী আওয়ামী লীগ পরিবার সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ।’

সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ রেমন আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের পর কাউন্সিলরদের ভোটে ত্রি-বার্ষিক এই সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ফাহমী গোলন্দাজ বাবেল ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

গফরগাঁও ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর