Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোয়াংছড়িতে সন্ত্রাসীর গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩১

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীর গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত যুবকের নাম মংচিং শৈ (৪০)। তিনি নিশামং মারমার ছেলে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মংচিং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মংচিং শৈ রোয়াংছড়ির নতুন পাড়ার নিজ বাড়ির পাশে গোসল করতে যান। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জেএসএস মূল দলকে দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, সন্ত্রাসীরা পাহাড়ি জনগোষ্ঠীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, কতিপয় দুর্বৃত্ত একজনকে গুলি করে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

সারাবাংলা/এএম

রোয়াংছড়ি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর