Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে পাশে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪০

ঢাকা: তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারতকে পাশে চেয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠাতে ভারত তাদের সহযোগিতার পরিধি বাড়াবে বলে আমরা আশা করি। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনসহ অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানেও আমরা ভারতের সহযোগিতা চাই।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণলয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। এর আগে, দুই দিনের সফরে বুধবার ভারতে পৌঁছান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা সন্ত্রাসবাদ দমন, আন্তঃনদী পানিবণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

বৈঠকে উঠে আসা অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব, সীমান্ত ব্যবস্থাপনা, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ। এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’জনেই বৈঠকে সন্তোষ প্রকাশ করেছেন। বৈঠকে আগামী মাসে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের সফর নিয়েও আলোচনা করেছেন তারা।

২০২১ সালে দুই দেশই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন ও নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সুসংহত থাকায় তারা সন্তোষ প্রকাশ করেন বৈঠকে। এসময় বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বিজ্ঞাপন

ভারতীয় পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোমেন বলেন, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা নয়াদিল্লি সফরের জন্য মাসুদ বিন মোমেনকে ধন্যবাদ জানান। তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত আলাপচারিতার ওপর জোর দেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অন্যকে সমর্থন করতে একসঙ্গে কাজ করার জন্যও ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হর্ষ বর্ধন শ্রিংলা দুই দেশের দ্বিপাক্ষিক তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর যৌথ উদযাপনের উপরও জোর দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে নির্বাচিত শহরে মৈত্রী দিবস উদযাপন সফলভাবে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে তুলে ধরতে পারে।

সারাবাংলা/টিএস/টিআর

পররাষ্ট্র সচিব বাংলাদেশ-ভারত মাসুদ বিন মোমেন হর্ষ বর্ধন শ্রিংলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর