Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাফসির আউয়ালকে সতর্ক করলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫

ঢাকা: প্যারাডাইস পেপারে নাম আসা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে সতর্ক করলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, তাফসির আউয়াল গত বছরের ৫ মে আদালতের অনুমিত নিয়ে তিন মাসের জন্য বিদেশ যান। এখনো দেশে ফিরে না এসে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন।

তাফসিরের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তাফসির বর্তমানে যুক্তরাজ্যে আছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। একইসঙ্গে ভবিষ্যতে আদালতের আদেশ সঠিকভাবে প্রতিপালনের জন্য তাফসির মোহাম্মদ আউয়ালকে সতর্ক করেন হাইকোর্ট।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাফসিরের বর্তমান অবস্থা হলফনামা আকারে জানানোর নির্দেশ দিয়েছিলেন।

তাফসির আউয়ালের বিরুদ্ধে প্যারাডাইস পেপারে নাম আসায় এ বিষয়ে দুদকের অনুসন্ধান কাজ চলমান রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

তাফসির আউয়াল পানামা পেপারস সতর্কতা হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর