ডা. মুরাদের বিরুদ্ধে মামলা শুনতে বিব্রত হাইকোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৯
ঢাকা: সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিব্রতবোধ করে মামলাটি শুনতে অপারগতা প্রকাশ করেন। পরে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) আবেদনের পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম তালুকদার রাজা বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্ধারিত দিনে শুনানির সময় ওই বেঞ্চের জুনিয়র বিচারপতি মামলাটি শুনতে অপরাগতার কথা জানান। পরে আমরা মামলাটি ফেরত (ডিলিট করা) নিয়েছি। এখন এটি আগামী রোববার (২৭ ফেব্রুয়ারি) অন্য বেঞ্চে শুনানির জন্য দাখিল করা হবে।
২০২১ সালের ১২ ডিসেম্বর ঢাকা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ‘ইউথ ফোরাম’ নামে একটি সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ফেসবুক লাইভে ‘উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার এবং জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী এবং যেকোনো নারীর জন্য মর্যাদাহানীকর ভাষা’ ব্যবহার করেছেন।
পরে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে ওই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন সাইদুর রহমান।
সারাবাংলা/কেআইএফ/এনএস