Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১২

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে মো. ফারুক (৪০) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে তার মায়ের আপন ফুফাতো ভাই মো. ফারুক বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন। ধর্ষণের পর কাউকে কিছু বলতে নিষেধ করার পর এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়লে তার পরিবার বিষয়টি জানতে পারে। মেয়েটি সন্তান প্রসব করলে তিন দিন পর নবজাতকের মৃত্যু হয়। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ মেলে, ওই নবজাতকের পিতা মো. ফারুক।

রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় ভবিষ্যতে এ ধরনের জঘন্যতম অপরাধ থেকে মানুষ নিবৃত্ত করবে বলে মনে করি।

পিপি সাইফুল ইসলাম আরও বলেন, অর্থদণ্ড থেকে প্রাওয়া টাকা বাদীর পরিবারকে দেওয়া হবে। আগামী ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাওয়া অর্থ ভিকটিমকে পরিশোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট সুম্মিতা চাকমা বলেন, এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমার মক্কেল ন্যায় বিচার পাননি। আমরা উচ্চ আদালতে যাব।

সারাবাংলা/টিআর

ধর্ষণের দায়ে যাবজ্জীবন স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর