Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বাইতুন কুরআন একাডেমির ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সোমবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৯টায় অভিভাবক ও স্থানীয়রা শিক্ষক মো. সৈবুর রহমানকে পুলিশে দিয়েছে।

কয়েকজন ভুক্তভোগী ছাত্র শিক্ষকের অপকর্মের কথা উপস্থিতি জনতার কাছে বলে।

আপত্তিকর বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানাজানি হলে ধামাচাপা দিতে কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করা হয়েছে।

শিক্ষক সৈবুর রহমান প্রথমে মারধর করার কথা স্বীকার করলেও বলাৎকারের কথা অস্বীকার করেন। পরে তা স্বীকার করে ক্ষমাও চান। এসময় বাইতুন কুরআন একাডেমির শিক্ষক মো. সৈবুর রহমানকে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে অভিভাবক ও এলাকাবাসী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

আরো