Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির প্রেরণার উৎস: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০০

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়ের সঙ্গে মিশে গেছে, যা আমাদের প্রেরণার উৎস। পৃথিবীতে মাতৃভাষার সম্মান রক্ষার জন্য জীবন উৎসর্গ করার ঘটনা বিরল, এজন্য বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত।

সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ৫২‘র ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরে উপজেলা প‌রিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে মেয়র হাছিনা গাজী বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ৫২’র ভাষা শহিদদের প্রতি প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

একুশে ফেব্রুয়ারি প্রেরণার উৎস বাঙালি জাতি হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর