Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরে কাজে বেরিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মোশরফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের দূরসম্পর্কের ভাগিনা শাহ জামাল জানান, মোশারফ গেন্ডারিয়া ঘুন্টিঘর এলাকায় থাকতেন। আদা, হলুদ, মরিচ ফেরি করে বিক্রি করতেন। আজ ফজরের আজনের আগে বাসা থেকে কাজে বের হন। এর কিছুক্ষণ পর কয়েকজন রিকশাচালক তাকে রক্তাক্ত আহত অবস্থায় ঘন্টিঘরের বাসায় নিয়ে যান।

তাদের বরাত দিয়ে শাহ জামাল আরও জানান, সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কে বা কারা মোশারফকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে তার মাধ্যমেই বাসার ঠিকানা পান রিকশাচালকরা।

স্বজনদের অভিযোগ, ছিনতাইকারীর কবলে পড়েছিলেন মোশারফ।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ওই ব্যক্তির। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

মোশরফের বাড়ি গোপালগঞ্জ মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ।

সারাবাংলা/এসএসআর/এএম

ছিনতাইকারী টপ নিউজ ঢামেক যাত্রাবাড়ী সায়েদাবাদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর