Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৪

ঢাকা: রাজধানীর লালবাগ থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে রাখার ঘটনায় মূলহোতা মো. মনির হোসেন শুভ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা প্রচারিত হলে দেশব্যপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৩ এর অভিযানে আলোচিত ধর্ষণের প্রধান অভিযুক্ত মো. মনির হোসেন শুভকে (২২) গ্রেফতার করে।’

মঈন আরও বলেন, ‘ভিকটিমের অভিযোগে জনা যায় গত ১২ ফেব্রুয়ারি সে প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লালবাগ কেল্লার মোড়ে শুভ ও আলামিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে নেশাদ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে।’

গণধর্ষণের পর ফেলে গেল টিএসসিতে, উদ্ধার করে ঢামেকে ভর্তি

পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায় তারা। একজন পথচারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মনির হোসেন জানায়, সে বর্তমানে বিবিএ শিক্ষার্থী। ভিকটিমের সঙ্গে গত ১ মাস আগে লালবাগের একটি বাসায় তার এক বন্ধুর মাধ্যমে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়েছিল।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ দলবেঁধে ধর্ষণ মূলহোতা আটক লালবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর