Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু: সেই বাস চালক সিরাজগঞ্জে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫

সিরাজগঞ্জ: বগুড়ার শেরপুরে বাসের চাপায় সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক সাইফুল ইসলামকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে পলাতক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ঢাকার বেগুনবাড়ী এলাকার জানে আলমের ছেলে ও হানিফ পরিবহনের চালক।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৫ জন মারা যায়।

পরে ২৭ জানুয়ারি নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় র‌্যাব-১২’র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সকালে জেলার সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে শেরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

দুর্ঘটনা বাস চালক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর