বরগুনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৩
বরগুনা: বরগুনার পাথরঘাটায় প্রথম স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সেলিম মিয়া (৪৫) রুহিতা এলাকার ৫নং ওয়ার্ডের হিঙ্গুর শরিফের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার প্রথম স্ত্রী।
সেলিম মিয়ার দ্বিতীয় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিয়ে হয়। তাকে বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীর সাথে সেলিমের দ্বন্দ্ব লেগেই থাকত। এরপর সে স্বামীকে ছেড়ে দু’বছর আগে বাবার বাড়ি মঠবাড়িয়া এলাকায় চলে যায়। সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে যেতো।
আহত সেলিম মিয়া বলেন, ‘দ্বিতীয় স্ত্রীর বাড়িতে দশ দিন বেড়ানো শেষে গতকাল রোববার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া-দাওয়া শেষ করে প্রথম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পরি। সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই মমতাজ বঁটি দিয়ে আমার গোপন অঙ্গ কাটতেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সেলিম মিয়ার পুরুষাঙ্গে ৯টি সেলাই লেগেছে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও