Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার খুলছে শাবিপ্রবির হল, মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) খুলবে হলগুলো। পরদিন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুরু করা যাবে অনলাইন ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানিয়েছেন, রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মুহাম্মদ ইশফাকুল বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল (সোমবার) থেকে সব হল খুলে দেওয়া হবে। পরদিন ১৫ ফেব্রুয়ারি সব বিভাগে অনলাইনে ক্লাস পরিচালনা করতে পারবে।

রেজিস্ট্রার আরও জানান, সরকারি অন্য কোনো বিধিনিষেধ না থাকলে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে শাবিপ্রবিতে।

সারাবাংলা/টিআর

অনলাইন ক্লাস শাবিপ্রবি হল খুলছে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর