Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সাংবাদিকের নামে ভুয়া অশ্লীল ভিডিও ফাঁস, আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৩

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিকের নামে মিথ্যা অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় নুর হোসাইন নুরু নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে রাজধানীর গুলশান থানা পুলিশ পর্ণোগ্রাফি আইনে করা মামলায় নুরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ভুক্তভোগী উপস্থাপক ও সাংবাদিক গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

নারী সাংবাদিক পর্নোগ্রাফি মামলা ভিডিও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর