Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল আইনজীবী সমিতির ১১টি পদের ১০টিতেই আ. লীগ-সমর্থিতদের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭

বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ১০টিতেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে শুধুমাত্র একজন প্রার্থী জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এই ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট লস্কর নুরুল হক ৪৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সহ-সভাপতির ২টি পদে সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মোস্তাফিজুর রহমান নওশের ৫৩৫ ভোট ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদকের ১টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মো. সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদকের ২টি পদের মধ্যে নীল প্যানেলের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত জাহিদুল ইসলাম পান্না ৪০৩ এবং সাদা প্যানেলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত কাজী আবুল কালাম ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের ৪টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মো. আনোয়ার হোসেন বাচ্চু ৫৫৪, মো. আর্শিব উদ্দিন শাওন ৬২৬, মো. আতিকুর রহমান খান রাজু ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আফজালুল করিম ও সহকারী কমিশনার কাইয়ুম খান কায়সার, নিয়াজ মাহমুদ খান, আহাদ আলী খান, আব্দুল খালেক মনা, রফিকুল ইসলাম ঝন্টু, মাইনুর আবেদিন তুহিন, আরিফুর রহমান রাসেল ও গোলাম ফারুক ডাবলু।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯৭৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১১ পদের বিপরীতে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/একে

আইনজীবী সমিতি আওয়ামী লীগ ইসি নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর