Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সিটি করপোরেশনের উচ্ছেদ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৪

বরিশাল: বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন এলাকার ভিআইপি সড়কে বসতবাড়িসহ অন্তত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। তবে এসব স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক প্রশস্ত করা ও সংস্কারের জন্য এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর পর্যটন এলাকা ত্রিশ গোডাউন এলাকায় প্রবেশের সড়কটি অনেকটা সরু ও খানাখন্দে ভরা। পর্যটকদের সুবিধার্থে সড়কটি প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে সড়কের পাশে সিটি করপোরেশনের নিজস্ব জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা জায়গার দখল ছাড়েননি।

এদিকে, উচ্ছেদ অভিযান শুরুর পর এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ভিআইপি গেটের সামনে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী বলেন, ক্রয়সূত্রে ভোগদখল করা ভূ-সম্পত্তিতে নির্মিত স্থাপনাকে অবৈধ ঘোষণা করা চলবে না। আদালতের এ সংক্রান্ত আদেশের প্রতি সম্মান দেখাতে হবে। উন্নয়ন কাজের অজুহাতে নাগরিকের সম্পত্তি হরণের মতো বেআইনি কাজ চলতে পারে না।

সারাবাংলা/টিআর

অবৈধ স্থাপনা উচ্ছেদ উচ্ছেদের প্রতিবাদ উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন বরিশাল সিটি করপোরেশন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর