Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৩

শুভ হোসেন, ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবকের নাম শুভ হোসেন (১৯)।

মঙ্গলবার (৮ ফ্রেবুয়ারি) সকাল ৮টার দিকে সীমান্তে ২৮৫/৫০ এস পিলার সংলগ্ন রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করা হয়। হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মজির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত শুভ হোসেন হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেরপুর এলাকার মৃত সুমন ইসলামের ছেলে।

এ বিষয়ে সুবেদার মজির হোসেন বলেন, আটককৃত শুভ আজ (মঙ্গলবার) সকালে হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ চেষ্টাকালে বিএসএফ’র ধাওয়া খেয়ে ফেরত আসার চেষ্টা করে। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

পরে আইনি প্রক্রিয়া শেষে শুভ হোসেনকে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন সুবেদার মজির হোসেন।

সারাবাংলা/এনএস