মাদারীপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৫
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪৫
মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মানিক সরদার (৪২) নামে এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
কালকিনি থানার ওসি মো. ইসতিয়াক আসফাক রাসেল বলেন, মানিক সরদারকে কুপিয়ে হত্যার বিষয়টি শুনেছি। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা খুন করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।
স্থানীয়রা বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এএম