Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৪

ফাইল ছবি

গাইবান্ধা: সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে মফিজল হক (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজল ওই এলাকার মৃত বাহাদুল্লা ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে মফিজলদের বিরোধ চলছিল। রোববার বিরোধীয় জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজল ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী ‍উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল জানান, জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

জমি নিয়ে সংঘর্ষ বৃদ্ধ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর