Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বাড়ল তেলের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১

ঢাকা: আবারও বাড়লো ভোজ্যতেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় এবার দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা এবং বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে। এ ছাড়া পাঁচ লিটারে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ছে।

আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এর আগে গত ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। আর বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৭৬০ টাকা ও পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের ৫ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেল সয়াবিন তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর