Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে স্বীকৃত: এস এম কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩২

সিরাজগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে স্বীকৃত। বিশ্ব নেতারা তার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেছেন। আর খালেদা জিয়ার শাসন আমলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশের অর্থ বিদেশে পাচার করেছেন।

শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসএম কামাল হোসেন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে তা দেখা বিএনপির গাত্রদহ শুরু হয়েছে। ফলে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে। তাই তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

৯ বছর পর শাহজাদপুর উপজেলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজসহ অন্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান।

সারাবাংলা/এমও

এস এম কামাল শেখ হাসিনার নেতৃত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর