Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৬

এ কে আব্দুল মোমেন, ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশের মানবাধিকারের কথা বলে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে চীনের ঋণের ফাঁদে পড়ার কোনো সুযোগ নেই বলেও দাবি করেছেন তিনি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এ বিষয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় অনেক দেশ মানবাধিকারের কথা বলে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা।’

এ সময় চীনের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়ে পরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বলছেন— চীনের লেজুড় হয়ে যাচ্ছে বাংলাদেশ। এটা ডাহা মিথ্যা কথা। চীনের ঋণ ফাঁদের কথা বলা হয়। এই ফাঁদে পড়তে হলে অন্তত ৪০ ভাগ ঋণ থাকতে হয়। সব মিলিয়ে আমাদের ১৫ ভাগ ঋণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব ব্যাংক, এডিবি এবং আইএমএফের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি ঋণ নিয়েছি। দেশ হিসেবে জাপানের কাছ থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে। এখানে ঋণের ফাঁদে পড়ার কোনো সুযোগ নেই।’

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‍্যাবকে না নিতে ১২টি সংগঠন চিঠি দেয়।

সারাবাংলা/টিএস/এনএস

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বাংলাদেশ মানবাধিকার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর