Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেকানিক থেকে ‘মোটরসাইকেল চোর’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে বিআরটিএ’র জাল নথি বানিয়ে বিক্রি করে দেয় তারা।

নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে নেমে বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিনজন হলো- আবুল কালাম আজাদ (২২), মো. সাকিব (২২) ও দোলন দাশ (২৩)।

বিজ্ঞাপন

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, গত ৬ জানুয়ারি রাতে নগরীর বালুছড়া আনোয়ারুল আজিম রোডের এক বাড়ির নিচ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে নেমে তিন জনকে শনাক্ত করে পুলিশ। বুধবার রাতে সীতাকুণ্ড থেকে আবুল কালাম ও সাকিবকে এবং নগরীর ধনিয়ালাপাড়া থেকে দোলনকে গ্রেফতার করা হয়। সাকিবের কাছ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিন জনের মধ্যে আবুল কালাম পেশাদার মোটরসাইকেল চোর। সে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিকের কাজ করতো। একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির শিকার হয়ে সে এলাকা ছেড়ে যায়। এরপর সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল গেট এলাকায় অবস্থান করে চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িয়ে পড়ে। তখন তার সঙ্গে যোগ দেয় আরেক মেকানিক সাকিব। দোলন নগরীর কদমতলী এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক। চোরাই গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে জাল কাগজপত্র তৈরিতে পারদর্শী দোলন।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি কামরুজ্জামান আরও জানান, বালুছড়া থেকে চুরি করা মোটরসাইকেলটি আবুল কালামের কাছ থেকে সাকিব ৫ হাজার টাকায় কিনে নিয়েছিল। তবে এর আগে দোলন আট হাজার টাকার বিনিময়ে সেটির ইঞ্জিন ও চেসিস নম্বর বদলে আসল নম্বর বসিয়ে বিআরটিএ’র জাল নথিপত্র তৈরি করে দেয়।

‘মোটর সাইকেল চুরির পর এরা দ্রুততার সঙ্গে ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে ফেলে। সেখানে বসিয়ে দেয় আসল মোটর সাইকেলের নম্বর। তখন চুরি যাওয়া মোটর সাইকেলটি শনাক্ত করতে বেগ পেতে হয়। মামলা হলেও সেটি উদ্ধার করা অনেকসময় সম্ভব হয় না’- বলেন ওসি কামরুজ্জামান।

আবুল কালাম এর আগে খুলশী, হাটহাজারী এবং রাঙ্গামাটি থানার মামলায়ও গ্রেফতার হয়েছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্রেফতার মোটরসাইকেল চোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর