নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্পদের হিসাব চায় এনবিআর
২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ২০:০২
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রণাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব কর্মকর্তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব চেয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন সারাবাংলাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ জানুয়ারি এনবিআরের সব কর্মকর্তা-কর্মচারীর কাছে নির্ধারিত ফরমে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব জরুরী ভিত্তিতে স্ব স্ব বিভাগের বোর্ড প্রশাসনের দফতরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এনবিআর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮-এর আওতাভুক্ত মন্ত্রণালয়, দফতর বা অধীনস্থ সংস্থায় কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, ওই সম্পদ বিবরণীর ডাটাবেজ তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ১১, ১২ এবং ১৩ বিধি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসন বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সারাবাংলা/এসজে/পিটিএম