বন্দরে তিতাসের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। অভিযানে কয়েকটি বাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগ এবং একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হয় তিতাসের এই অভিযান। দুপুর পর্যন্ত অভিযানটি চালানো হয়।
অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভোজন বিলাস নামের ওই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন বাড়িতে অবৈধ সংযোগ নেওয়ায় বাড়ির মালিকদেরও বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়।
বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জহুরার নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে তিতাসের পক্ষে নেতৃত্ব দেন তিতাস সোনারগাঁয়ের উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুরুজ আলম। তিনি বলেন, ১২টি চিহ্নিত স্পটে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে।
অভিযানে তিতাসের স্থানীয় কর্মকর্তাসহ পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
সারাবাংলা/টিআর