Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৯

ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসিউজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এছাড়া, আগামী ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

সর্বশেষ গত বছরের ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতিসহ আটটি পদে বিজয়ী হন। বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ী হন। কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই সমিতির সভাপতি আবদুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো