বিনামূল্যের পাঠ্যবই বিক্রির অভিযোগে শিক্ষক আটক
১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০০
ঢাকা: বিনামূল্যের পাঠ্যবই বিক্রির অভিযোগে বেসরকারি ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষক কিসমত আরা পলি (৪০) কে আটক করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
মঙ্গলবার সকাল ১১টায় একজন কলার ঢাকার পল্লবীর এগার নম্বর সেকশনের ব্লক সি বড় মসজিদের সামনে থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান সেখানে একজন স্কুল শিক্ষিকা সরকারি বিনামূল্যের বই বিক্রি করছেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি পল্লবী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে পল্লবী থানার একটি দল ঘটনাস্থলে যায়।
পল্লবী থানার এসআই শাহরিয়ার রোমান ৯৯৯ কে ফোনে জানান তারা ঘটনাস্থলে গিয়ে দুই বস্তা সরকারি বিনামূল্যের বইসহ, বই বিক্রির অভিযোগে বেসরকারি ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলি (৪০) কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
অভিযুক্ত শিক্ষক পিরোজপুর সদর থানার অধিবাসী। তিনি পল্লবীর ব্লক সি এর দুই নম্বর সড়কের একটি ভবনে বাস করেন।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পল্লবী থানা পুলিশ।
সারাবাংলা/একে