খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ করোনা পজিটিভ, শনাক্তের হার ৪৪%
৩১ জানুয়ারি ২০২২ ২১:২৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২১:৩২
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তার সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসার আগ পর্যন্ত যুগ্ম জেলা জজ মো. মাহমুদুল ইসলামকে জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ সারাবাংলাকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে সোমবার (৩১ জানুয়ারি) নমুনা পরীক্ষা করান জেলা ও দায়রা জজ শাহীন উদ্দিন। নমুনা পরীক্ষার ফলে তিনি পজিটিভ আসেন। এরপর থেকেই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৬৮টি। সে হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৪৪ দশমিক ১২ শতাংশ।
সংক্রমণের হার উচ্চ হওয়ায় এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতর খাগড়াছড়ি জেলাকে করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। তা সত্ত্বেও জেলায় স্বাস্থ্যবিধি অনুসরণের তেমন প্রবণতা দেখা যাচ্ছে না। রাস্তাতেও বেশিরভাগ মানুষের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক।
এ পরিস্থিতিতে সিভিল সার্জন নুপুর কান্তি দাশ করোনা সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য অধিদফতর থেকে জারি করা নির্দেশনা পালনের অনুরোধ জানিয়েছেন সবার প্রতি। জ্বর-কাশির মতো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করার পরামর্শও দিয়েছেন তিনি।
সারাবাংলা/টিআর
উচ্চ ঝুঁকিপূর্ণ করোনাভাইরাস কোভিড-১৯ খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেড জোন সংক্রমণের হার