Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ফেব্রুয়ারি থেকে ৫০ প্রকাশনীর অনলাইন বই উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৮:২৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২০:৫১

ঢাকা: দেশে প্রথমবারের মতো অর্ধশত প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে অনলাইন বই উৎসব। বিশেষায়িত অনলাইন পোর্টাল দেশের বই ডটকম (www.desherboi.com) থেকে পাঠক-লেখকরা ২৫ শতাংশ কমিশনে বই কিনতে পারবেন।

এ উৎসবের মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট।

অনলাইন বই উৎসব উপলক্ষে ১ থেকে ১০ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের বই অনলাইন পোর্টাল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যালেল থেকে একযোগে লাইভ সম্প্রচার করা হবে।

অনলাইন বই উৎসবের সমন্বয়কারী ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘১০ দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে আমরা এক কোটি বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছাতে চাই। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল সাহিত্য-প্রকাশনার অগ্রযাত্রায় আমাদের অনুপ্রাণিত করবে।’

সারাবাংলা/একে

অনলাইন বইমেলা টপ নিউজ বই উৎসব বাংলানামা ভাষাচিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর