Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে ব্রাদারহুডের ১০ সদস্যের মৃত্যুদণ্ড

সারাবাংলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২২ ১৩:৩৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৩:৫৩

ঢাকা: মিশরে নিষিদ্ধঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

পুলিশের ওপর হামলার পরিকল্পনা এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন গ্রেফতার রয়েছেন, আর বাকি একজন পলাতক আছেন।

আদালতের ওই রায় এখন অনুমোদনের জন্য মিশরের ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে যাবে। এরপর আগামী ১৯ জুন আদালত তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

দণ্ডপ্রাপ্ত ১০ জন ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। সরকার উৎখাতে বৃহত্তর কায়রো এলাকায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন ইসলামি আন্দোলন ও মিশরের প্রধান বিরোধী রাজনৈতিক দল ব্রাদারহুড।

২০১৩ সালে ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব গ্রহণের পর মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ব্যাপক দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেন।

২০১৫ সালে সিসির বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। এ সময় ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালান বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

সারাবাংলা/একে

টপ নিউজ ব্রাদারহুড মিশর সিসি