Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৭:৪২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৯:১৬

নরসিংদী: নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী। শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নরসিংদীর উপ-শহর হাজিপুরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সূবর্ণা আক্তার (২১) হাজীপুর বেঙ্গল এলাকার শফিকুল ইসলামের মেয়ে। গ্রেফতার সোহেল মিয়া স্থানীয় বাজারে হলুদ-মরিচের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে সূবর্ণা আক্তারের সঙ্গে সোহেল মিয়ার বিয়ে হয়। যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতন করতো সে। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। গত শুক্রবার দুপুরে সূবর্ণাকে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে স্বামী সোহেল মিয়া। কিন্তু দিন পার হতে না হতেই পুনরায় ঝগড়া শুরু হয়। রাত ২টার দিকে স্বামী সোহেল মিয়াকে নেশা করতে বাধা দেয় তার স্ত্রী। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।

পরে ঝগড়ার একপর্যায়ে সোহেল মিয়া হাতুরি দিয়ে তার স্ত্রী মাথায় ও মুখে আঘাত করে। একপর্যায়ে ধারালো ছুড়ি দিয়ে তার পেটে আঘাত করে। রাত ৩টার দিকে বাড়িওলার স্ত্রী বের হয়ে সুবর্ণাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নিহতের স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে।

নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘জামাই নেশাগ্রস্ত ছিলো সেটা আমরা জানতাম না। দু’দিন পর পর সংসারে ঝগড়া লেগেই থাকতো। পরে মিলিয়ে দিতাম। বিয়ের পর থেকে এভাবেই চলছিলো । আমি গরিব। পিঠা বিক্রি করে সংসার চালাই। এর মধ্যে যতটুকু সম্ভব টাকা দিয়ে জামাইয়ের চাহিদা মেটাতাম কিন্তু সব সময় পেরে উঠতাম না। তাই বলে সে আমার মেয়েটাকে মেরে ফেলবে, আমি তার বিচার চাই।’

বিজ্ঞাপন

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বামী সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ জানতে অনুসন্ধান চলছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে পারিবারিক কলহ ছিল।’

সারাবাংলা/এমও

টপ নিউজ নেশা করতে বাধা পিটিয়ে হত্যা স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর