Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালিয়াজুরীতে ১২ আওয়ামী লীগ নেতা বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ২৩:১২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২৩:১৬

নেত্রকোনা: নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে ১২ আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২টি ইউনিয়নে (খালিয়াজুরী ও মেন্দিপুর) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে ওই নেতাদের বহিস্কারের বিষয়টি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন। গতকাল বুধবার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কার করা হয়।

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদ বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে খালিয়াজুরীতে দুটি ইউনিয়নে অন্তত ১২ জন বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

সাময়িক বহিস্কার হওয়া নেতারা হলেন- খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহানুর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নবী আলম, মেন্দিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৌলা মিয়া, মেন্দিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু হাকিম, সদস্য প্রফুল্ল চন্দ্র পাল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুকেশ দাস, ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মেন্দিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য সিরাজ মিয়া এবং মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদ জানান, সাময়িকভাবে বহিস্কার করা ওই নেতাদের নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে তারা সরাসরি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এজন্য তাদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

স্থায়ী বহিস্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি পাঠানো হয়েছে বলেও জানান এই নেতা।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ নেত্রকোনা বহিস্কার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর